শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় চেয়ারম্যান পদে ১শ’ ৭ জনসহ ৮শ’ ১জনের মনোনয়নপত্র দাখিল
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১শ’ ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১শ’ ২৬ জন এবং সাধারণ সদস্য পদে ৫শ’ ৬৮জনসহ মোট ৮শ’ ১জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে শান্তিপূর্ণভাবে প্রার্থীরা উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কর্মী, সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে পৃথক পৃথকভাবে এসব মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিন ছিলো ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ ১৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে আগামীকাল ২০ ডিসেম্বর।

রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এএইচএম শাহরিয়ার রসূল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান জানিয়েছেন, ১নং সাচার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিন্নত আলী তালুকদার মিনু, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ইমরান হোসেন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনির হোসেন, এসএম শুভ, জামাল হোসেন, জহিরুল ইসলাম ও আনিসুর রহমানসহ চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৫৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।

২নং পাথৈর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত কামাল পারভেজ মিয়াজী, ইসলামী আন্দোলন মনোনীত ইয়াছিন মিয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, সোলাইমান লিটন, আক্কাস আলী মোল্লা, তারেক, মোহাম্মদ খায়ের, মুকবুল হোসেন, মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ রাহাদ চৌধুরী, মোঃ কামাল হোসেন মিয়াজী, সুমন মিয়া ও গোফরান উদ্দীনসহ চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।

৩নং বিতারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লা আল মামুন, ইসলামী আন্দোলনের রহমত উল্লাহ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইসহাক সিকদার, মোঃ ইসমাইল হোসেন ভূঁইয়া, শহীদউল্লাহ ভূঁইয়া, আবুল কালাম আজাদ, আতাউর রহমান মুন্সি, হারুন অর রশিদ, শরীফুল ইসলাম সরকার, মোঃ জহিরুল ইসলাম, আব্দুল রাজ্জাক, কবির হোসেন, সালমা শহীদ, জসিম উদ্দীন ও হাজী শাহজাহানসহ চেয়ারম্যান পদে ১৫জন, সংরক্ষিত সদস্য পদে ১৪জন ও সাধারণ সদস্য পদে ৪৮জন মনোনয়নপত্র দাখিল করেন।

৪নং পালাখাল মডেল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী আব্দুল আহাদ, ইসলামী আন্দোলনের মোঃ দুলাল, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ, মাসুদুর রহমান, আলমগীর হোসেন স্বপন, মনির হোসেন, মোঃ বাবুল ও হাবিবুর রহমান জয়সহ চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।

৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আলমগীর হোসেন, ইসলামী আন্দোলনের মাসুদ রানা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, মোঃ সাইফুর রহমান বাহাদুর, মোঃ শাহিন আলম, মোহাম্মদ মফিজুর রহমান, মোঃ সামছুদ্দিন মুন্সি ও দেলোয়ারসহ চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন ও সাধারণ সদস্য পদে ৪৬জন মনোনয়নপত্র দাখিল করেন।

৬নং কচুয়া উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম. আখতার হোসাইন, জাতীয় পার্টির আবুল বাশার, ইসলামী আন্দোলনের মোঃ মহিবউল্লাহ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, গাজী মোঃ শাহজাহান সিরাজ, সফিউল্লাহ, সিরাজুল ইসলাম, ফয়েজউল্লাহ, নাসিরউদ্দীন, নেছার আহমেদসহ চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৫জন মনোনয়নপত্র দাখিল করেন।

৭নং কচুয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগর প্রধান, ইসলামী আন্দোলনের ফয়সাল হোসাইন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জসিমউদ্দীন লিটন, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, খন্দকার আরিফুজ্জামান, মিজানুর রহমান মিয়াজী, সৈয়দ রবিউল ইসলাম রাসেলসহ চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৩৭জন মনোনয়নপত্র দাখিল করেন।

৮নং কাদলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, ইসলামী আন্দোলনের সোহেল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আঃ হান্নান খান, আবদুল হাই, মোহাম্মদ নূরে ই আলম, মোঃ শাহজালালসহ চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৬৩জন মনোনয়নপত্র দাখিল করেন।

৯নং কড়ইয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঃ ছালাম সওদাগর, ইসলামী আন্দোলনের আনোয়ার হোসেন, ইসলামি ফ্রন্ট বাংলাদেশের মেশকাত হোসেন নাঈম, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, জিসান আহমেদ পাটওয়ারী, আমিনুল ইসলাম মালেক, মোহাম্মদ হালিম পাটওয়ারী, রুহুল আমিন শিকদার, পারভীন আক্তারসহ চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।

১০নং গোহট উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ কবির হোসেন, ইসলামী আন্দোলনের কবির হোসেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মমিন, মফিজুল ইসলাম ভূঁইয়া, আমিন উদ্দীন, পারভেজ মুন্সি, প্রদীপ চন্দ্র সরকারসহ চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।

১১নং গোহট দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আমির হোসেন, ইসলামী আন্দোলনের মাহবুব আলম কুদ্দুছ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহরিয়ার শাহীন, জাহাঙ্গীর আলম ফারুকী, মোঃ খোরশেদ আলম, ইউনুছ মিয়া, আলাউদ্দীনসহ চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।

১২নং আশ্রাফপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ওমর ফারুক শামীম ইসলামী আন্দোলনের মাওঃ মোজাম্মেল হক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মাসুদ এলাহী সুভাস, ইদ্রিস পাটওয়ারী, রইজ উদ্দীন, তোফায়েল আহমেদ, মোঃ মারুফ আহমদ, রেজাউল মাওলা হেলাল, রফিকুল ইসলাম, মাসুদ আলমসহ চেয়ারম্যান পদে ১০জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪জন ও সাধারণ সদস্য পদে ৫৬জন মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, জাতীয় পার্টি থেকে উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নে আবুল বাশার ও ইসলামি ফ্রন্ট বাংলাদেশ থেকে ৯নং কড়ইয়া ইউনিয়নে মেশকাত হোসেন নাঈম ব্যতীত অন্য কোনো ইউনিয়নে উক্ত দু’দলের আর কোনো প্রার্থী নেই। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ১২টি ইউনিয়নেই প্রার্থী রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়