প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
আজ ১৮ ডিসেম্বর শনিবার দুপুরে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর শহরে বিজয় শোভাযাত্রা করবে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে সারাদেশে যথাযথ মর্যাদায় সেটি উদ্যাপনের জন্যে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি যে উদাত্ত আহ্বান জানিয়েছেন, বস্তুত তারই আলোকে জেলা আওয়ামী লীগ উক্ত শোভাযাত্রা বের করবে।