প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার মহান বিজয় দিবসে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বিনামূল্যে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রে (বড় স্টেশন মোলহেডে) প্রায় ৪ শতাধিক সাধারণ মানুষের বিনামূল্যে ডায়াবেটিক রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আগত সকলকে বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়। সেবা কার্যক্রম পরিদর্শনে এসে হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম বলেন, বিজয়ের মাসে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হাসপাতালের এ রকম কার্যক্রম অব্যাহত থাকবে।
উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র-২ ও সংরিক্ষত ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সফিকুল ইসলাম, হাসপাতালের মেডিকেল অফিসার সানজিদা ইসলাম, আইটি অফিসার উজ্জ্বল হোসাইন, গণসংযোগ কর্মকর্তা নাছিমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স রাশিদা আক্তার, ফিজিওথেরাপিস্ট মনির হোসেন, কাউন্টার অ্যাসিসটেন্ট শুভাষীশ চৌধুরী প্রমুখ।