প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্যে বিদেশে পাঠানোর দাবিতে চাঁদপুরে সমাবেশ করবে জেলা বিএনপি। আগামী ২৬ ডিসেম্বর বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনায় চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি নিশ্চিত করেন। এজন্যে হাসান আলী সরকারি হাইস্কুল মাঠ, চাঁদপুর পৌর ঈদগাহ মাঠ অথবা চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণকে সমাবেশ স্থান হিসেবে চাওয়া হবে।
গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভায় দেশব্যাপী জেলা পর্যায়ে সমাবেশ করতে আগামী ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৯ দিনের কর্মসূচি নেয়া হয়।