প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর ভোরে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস কর্মসূচি পালনের সূচনা করা হয়।
এরপর সকাল ৯টায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে শহরে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপ্রধানে ও যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, অ্যাডঃ হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। সর্বস্তরের জনগণের সহযোগিতায় এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। আর স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মরহুম রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম। যিনি বিএনপির প্রতিষ্ঠাতা। অথচ যেখানে সেখানে আমাদের মহান নেতাকে সরকার এবং বর্তমান প্রশাসন খাটো করার চেষ্টা করছে।
তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা রাষ্ট্রের কর্মচারী, বাড়াবাড়ি করবেন না, সংবিধান অনুযায়ী আপনাদের যে দায়িত্ব তা পালন করুন। কারো রক্তচক্ষুতে দেশ চালাবেন না।
বিজয় দিবসের কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাদের মুখে ছিলো ‘খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্যে বিদেশে পাঠানো’র দাবির স্লোগান।