প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরে ১৪৩ নমুনায় ৩ জনের করোনা শনাক্ত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
গতকাল ২৮ নভেম্বর রোববার চাঁদপুরে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ১৪৩ জনের করোনার নমুনা পরীক্ষার করে ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তরা হচ্ছেন চাঁদপুর সদরে ২ জন ও মতলব উত্তর উপজেলায় ১ জন।
|আরো খবর
নতুন শনাক্ত হওয়া ৩ জনসহ চাঁদপুর জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪৪ জন। এর মধ্যে মারা গেছেন ২শ’ ৩৯ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭শ’ ৬৫ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।