রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ০০:০০

মতলবে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

আহত ৫ ॥ জনতার বিক্ষোভ

মতলবে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সহিংসতায় ৫ জন আহত হয়েছে। গতকাল ২৮ নভেম্বর বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রোমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্য ৪ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

জানা যায়, ওই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে হাসেম মাস্টারের ছেলে মোঃ রোমান গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী বেশ ক’জন এলাকাবাসী জানায়, ৬নং ওয়ার্ডে রোমানের ভগ্নিপতি মানিক ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। স্থানীয় মোরগ মার্কার প্রার্থী মাঈনুদ্দিনের সমর্থকদের সাথে তাদের তর্ক-বিতর্ক হয়। এ সময় বেশ ক’জন বহিরাগত এসে রোমানকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে কেটে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে এলাকাবাসী এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরুদ্ধ করে রাস্তায় আগুন ধরিয়ে দেয়। পরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিজিবি, র‌্যাব ও পুলিশ এলাকাবাসীকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়