রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

শুধু ভালো ফলাফল নয়, দেশপ্রেমিক নাগরিক হতে হবে : সুজিত রায় নন্দী

শুধু ভালো ফলাফল নয়, দেশপ্রেমিক নাগরিক হতে হবে : সুজিত রায় নন্দী
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর শনিবার সকালে কলেজ মিলনায়তনে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিংবডির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি শিক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, তোমরা আদর্শ মানুষ হিসেবে জীবনের সকল ক্ষেত্রে বড় হও এ কামনা আমাদের সকলের। জীবনে চলার পথে কখনো মাদকের সাথে সম্পৃক্ত হবে না, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় অবিচল থাকবে। বাবা-মাসহ বড়দের প্রতি শ্রদ্ধাশীল হবে। মনে রাখবে, ভালো ফলাফল করলেই ভালো মানুষ হওয়া যায় না। এজন্যে প্রয়োজন সুন্দর মানসিকতার। তাই তোমাদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এদেশ ও জাতির ভাগ্য উন্নয়নে তোমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তোমরা ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও পরিচিতি সর্বত্র ছড়িয়ে দিবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছেন। তিনি শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করে চলছেন। আজ তোমরা শেখ হাসিনার কল্যাণে শিক্ষা অর্জনে অনেক সুযোগ-সুবিধা পাচ্ছো। যা আমাদের সময় ছিলো না। তোমাদেরকে এ সুযোগ কাজে লাগিয়ে জীবন গড়ার ক্ষেত্রে কাক্সিক্ষত লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। মনে রাখবে, ভালো ফলাফল আর যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলে তোমরা যতোটা খুশি হবে তার সাথে বাবা-মাসহ কলেজের শিক্ষকরাও আনন্দিত হবে। অচিরেই এ শিক্ষা প্রতিষ্ঠানটি ব্যাপকতা নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম। অতিথিদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মোঃ আমিনুল হক ও কলেজ গভর্নিংবডির সদস্য অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ মোঃ নেয়ামত উল্লাহ। পরে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়। সুজিত রায় নন্দী বিদায়ী ছাত্র-ছাত্রীদের আয়োজিত র‌্যাগ ডে অনুষ্ঠানের কেক কেটে তাদেরকে উৎসাহ প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়