রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ০০:০০

মতলব উত্তরে আওয়ামী লীগের ৩ ও স্বতন্ত্র ৬ চেয়ারম্যান প্রার্থী বিজয়ের পথে
মাহবুব আলম লাভলু ॥

গতকাল রোববার মতলব উত্তর উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রে ছিল নারী ও পুরুষ ভোটারের দীর্ঘলাইন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। ভোটারদের ভোটদানের আগ্রহ ছিল দেখার মতো। নির্বাচনে আওয়ামী লীগের ৩ জন ও স্বতন্ত্র ৬ জন চেয়ারম্যান প্রার্থী বিজয়ের পথে।

সুলতানাবাদ ইউনিয়নের ১৩০নং টরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে নৌকার প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি। এ বিষয়ে প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান জানান, নৌকার কোনো এজেন্ট আমার কাছে আসেনি ও ফরম পূরণ করে জমা দেয়নি।

ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ের পথে স্বতন্ত্র প্রার্থী মোঃ ফেরদাউস আলম সরকার। নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শরীফ উল্লাহ সরকার।

সাদুল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ের পথে স্বতন্ত্র প্রার্থী জোবায়ের আজিম স্বপন পাঠান। নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান লোকমান মুন্সী।

বাগানবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ের পথে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল-মামুন। নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ নান্নু মিয়া।

গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ের পথে আওয়ামী লীগ মনোনীত শহিদউল্লাহ প্রধান। নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রাথী মফিজুল ইসলাম।

সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ের পথে স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক খোকন। নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উম্মে হাবীবা সিফাত।

ফতেপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ের পথে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত টানা দুইবারের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারী।

কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ের পথে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ছোবহান সরকার সুভা ও নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গোলাম কাদির।

ফরাজীকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ের পথে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ইঞ্জিনিয়ার রেজাউল করীম। নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ

এখলাছপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ের পথে স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত অ্যাডঃ জসিম উদ্দিন।

এখলাছপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ জসিম উদ্দিন পুনরায় ভোট গনণার জন্য আবেদন করেছেন।

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১টি ইউনিয়নে নির্বাচন বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়