প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার মাদরাসা শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে সমহারে শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে। মাদরাসা শিক্ষাকেও সাধারণ শিক্ষার পাশাপাশি সমান গুরুত্ব দিচ্ছেন। এরই মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি মাদরাসার শিক্ষার্থীদের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী হয়ে শিক্ষাগ্রহণের আহ্বান জানান। তিনি গতকাল শুক্রবার উপজেলার পৌরসভাধীন আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ব্যবসায়ী ও সমাজসেবক খোরশেদ আলম, কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়ার মুহতামিম মাওলানা মোঃ আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাবরুল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর আব্দুল কাদির ও মোঃ তাজুল ইসলাম।