প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০০:০০
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরের পুরো সড়কসহ প্রবেশপথে ব্যাটারিচালিত অটোবাইকের রামরাজত্ব দিন দিন বেড়েই চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ সকল অটোবাইক চালককে নিষেধ করলে ২/১ দিন পর ফের আবার আগের মতোই হাসপাতালের ভেতরে রীতিমতো অটোবাইক স্ট্যান্ড গড়ে তোলে। এতে রোগী, চিকিৎসক ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতাল অভ্যন্তরে ঢুকতে এবং বের হতে অনেক সময় বেশ সমস্যা তৈরি হয়। বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তর এলাকা থেকে ছবিটি তুলেছেন আমাদের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল।