রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ০০:০০

স্টাফ রিপোর্টার ॥

মঙ্গলবার রাতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের বাড়ি আশিকাটির হাফানিয়ায় শোকের মাতম চলছে। নিহত দুই এসএসসি পরীক্ষার্থীকে বিদায় জানাতে তার সহপাঠিসহ অন্যরা আসছেন হাফানিয়া গ্রামের পাটওয়ারী বাড়িতে। এমন দুর্ঘটনায় শোকে স্তব্দ একই বাড়ির দুই পরিবার।

এদিকে একমাত্র ছেলে মোঃ শান্ত পাটোয়ারীকে হারিয়ে পাগলপ্রায় প্রবাসী মোঃ হানিফ পাটোয়ারী। মঙ্গলবার এসএসসি পরীক্ষা দিয়ে রাতে চাচাতো ভাইয়ের বাইকে (মোটরসাইকেল) আরোহী হয়ে বাকিলায় কফি হাউসে যাওয়ার প্রাক্কালে দুর্ঘটনায় নিহত হয় সে। ছেলের লাশ নিজের কাঁধে নিতে হবে এমন চিন্তাও করেননি বাবা হানিফ পাটওয়ারী।

এদিকে দুর্ঘটনায় আশিক পাটওয়ারী নামের একই বাড়ির আরেক তরুণ নিহত হয়েছেন। নিজ বড় ভাইয়ের গাড়ি নিয়ে চাচাতো ভাই শান্ত ও অপর বন্ধু সাজ্জাদকে নিয়ে এ দুর্ঘটনায় সেও নিহত হয়।

জানা যায়, আশিক ঢাকার কেরানীগঞ্জের কাপড় ব্যবসায়ী আক্তার পাটোয়ারীর ২য় ছেলে। ব্যবসায়িক প্রয়োজনে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় মালামালের টাকা সংগ্রহের জন্যে বড় ছেলেকে উক্ত মোটরসাইকেলটি ক্রয় করে দেন আক্তার পাটওয়ারী। বড় ছেলে ব্যবসায়িক কাজে ঢাকা থাকায় ২য় ছেলে আশিক মোটরসাইকেল নিয়ে চাচাতো ভাই শান্ত ও বন্ধু সাজ্জাদসহ বাকিলা কফি হাউজে যাচ্ছিল। পথে মহামায়ায় মর্মান্তিক দুর্ঘটনায় শান্ত ও আশিক নিহত হন। তাদের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো পরিবার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়