রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০

টেস্ট ক্রিকেটে জাতীয় দলে সুযোগ পেলেন ফরিদগঞ্জের জয়
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

জাতীয় লিগে ভালো খেলার পুরস্কার খুব দ্রুতই পেয়ে গেলেন মাহমুদুল হাসান জয়। ২১ বছর বয়সী ব্যাটসম্যান প্রথমবার সুযোগ পেলেন বাংলাদেশের টেস্ট দলে। বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ফরিদগঞ্জের পশ্চিম লাড়ুয়া গ্রামের মাহমুদুল হাসান জয়। ওই দলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা শামিম পাটওয়ারী অবশ্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টুয়েন্টি দলে খেলছেন। আর ফরিদগঞ্জের লাড়ুয়া গ্রামের রামপুর বাজারের ব্যাংকার আঃ বারেকের ছেলে মাহমুদুল হাসান জয় বাংলাদেশ জাতীয় দলের টেস্ট দলে পাকিস্তানের বিপক্ষে ডাক পেলেন। একজন ভালো মানের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ের সুনাম আছে মাহমুদুলের। মাহমুদুল হাসান জয় প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ৬টির মতো। ভালো খেলছেন গত ক’বছর ধরে।

মাহমুদুল গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। এরপর করোনার কারণে খুব বেশি ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ হয়নি। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলার মাধ্যমে ছাপ রাখেন নিজের উন্নতির।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরই প্রথম টেস্টের দল ঘোষণা করে বিসিবি। ১৬ সদস্যের দলে নতুন মুখ দুজন। জাতীয় দলের যে কোনো সংস্করণেই প্রথমবার সুযোগ পেলেন তারা। একজন হলেন মাহমুদুল হাসান জয় এবং তার সাথে আরেকজন হলেন সিলেটের রাজা। মাহমুদুল ও রেজাউর, দুজনই গত কিছুদিনে খেলেছেন বাংলাদেশ ইমার্জিং দল ও এইচপি স্কোয়াডে। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদুল। বিশ্বকাপ জয়ের পথে সেমি-ফাইনালে করেছিলেন দুর্দান্ত সেঞ্চুরি। এরপর ঘরোয়া ক্রিকেটেও বিভিন্ন সংস্করণে ছাপ রাখেন নিজের উন্নতির। টেস্ট দলে সুযোগ পেয়ে গেলেন ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই।

এবার জাতীয় লিগে চট্টগ্রাম বিভাগের প্রথম ম্যাচে জোড়া শূন্য দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে তিনি করেন দুটি সেঞ্চুরি। চলতি রাউন্ডেও তিনি খেলছেন ঢাকা মেট্রোপলিসের বিপক্ষে সিলেটে। প্রথম ইনিংসে খেলেছেন ৮৩ রানের ইনিংস। এখন সেই ম্যাচ ছেড়ে তিনি যোগ দেবেন টেস্ট দলে।

মাঝে বিসিবি হাই পারফরম্যান্স দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে মাহমুদুলের অভিষেক হয় প্রথম শ্রেণির ক্রিকেটে। এবারের জাতীয় লিগসহ এখন পর্যন্ত ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম ম্যাচে জোড়া শূন্য দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে তিনি করেন দুটি সেঞ্চুরি। চলতি রাউন্ডেও ঢাকা মহানগরের বিপক্ষে প্রথম ইনিংসে খেলেছেন ৮৩ রানের ইনিংস। সব মিলিয়ে ৬ ম্যাচের ১০ ইনিংসে ৪৬ গড়ে মাহমুদুল রান করেছে ৪৬০।

প্রথম শ্রেণির ক্রিকেটে মাহমুদুলের এমন শুরুটা নাকি প্রত্যাশিতই ছিল। দীর্ঘ পরিসরের ক্রিকেটে তিনি ভালো করবেন, এমন সুনাম তাঁর বয়সভিত্তিক ক্রিকেট থেকেই। চোটের কারণে তামিম ইকবালের ছিটকে পড়ায় তাই প্রত্যাশার চেয়ে দ্রুতই মাহমুদুলের কপাল খুলেছে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে ২১ বছর বয়সী মাহমুদুলের ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, মাহমুদুল তার ক্যারিয়ারের শুরুতেই উন্নতির ছাপ রেখেছে। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ভালো করার মানসিকতা তার আছে। এখন ছন্দেও আছে।

গতকাল মঙ্গলবার রাতে এ প্রতিবেদক মাহমুদুল হাসান জয়ের বাবা চাঁদপুর পূবালী ব্যাংক নতুনবাজার শাখার সিনিয়র অফিসার ( ক্যাশ ইনচার্জ ) আব্দুল বারেকের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আমার ছেলে যেনো টেস্টে পাকিস্তানের সাথে ভালো খেলতে পারে এজন্য আমি চাঁদপুর জেলাবাসীসহ পুরো দেশবাসীর কাছে দোয়া চাই। ও দলের হয়ে ভালো খেলা উপহার দিতে পারলেই এ জেলার সুনাম বাড়বে।

চাঁদপুর জেলার ক্রিকেটের কর্ণধার ও ক্রিকেট কোচ এবং মাহমুদুল হাসান জয়ের প্রথম কোচ শামিম ফারুকীর সাথে আলাপকালে তিনি বলেন, জয় চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমীতে ১ বছর অনুশীলন করেছেন। বিকেএসপিতে ভর্তি হওয়ার আগে তার বাবা এখানে ভর্তি করিয়ে দেন। ও যাতে ওর ধারাবাহিকতা ধরে রাখতে পারে এজন্যে দোয়া চাই সকলের। ওকে দিয়ে খেলাতে হবে, রাব্বির মতো বসিয়ে রাখলে হারিয়ে যাবে।

বাংলাদেশ টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সাকিব আল হাসান (ফিটনেস প্রমাণ সাপেক্ষে)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়