রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে আয়েশা আক্তার মানিক (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে সোমবার রাতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে এবং মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করে। গৃহবধূ আয়েশা (৪৫) ওই ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামের আফতাব উদ্দিন পাটওয়ারী বাড়ির তুহিন পাটওয়ারীর স্ত্রী।

জানা গেছে, দক্ষিণ বদরপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মোঃ তুহিন পাটওয়ারীর সাথে একই ইউনিয়নের রুস্তমপুর গ্রামের হাবীব উল্যা পোদ্দারের মেয়ে আয়েশা আক্তার মানিক (৪৫)-এর বিয়ে হয়। তাদের দাম্পত্যজীবনে আসমা আক্তার নামে ৩ মাসের একটি কন্যাসন্তান রয়েছে। আয়েশা তার শিশুকন্যা ও স্বামীসহ একা বাড়িতে বসবাস করতেন।

ঘটনার দিন আয়েশার স্বামী তার শিশুকন্যাকে বাড়ি থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় এলাকার মানুষের সন্দেহ হলে মানুষজন বাড়িতে এসে দেখে আয়েশার মৃতদেহ বিছানায় পড়ে আছে। আয়েশার স্বামী তুহিন পাটওয়ারী দাবি করছেন, তার স্ত্রী সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়াবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক সিলিং ফ্যান থেকে নিজে নামিয়ে বিছানায় শুইয়েছেন।

গৃহবধূ আয়েশার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে স্থানীয়দের মাঝে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মমিন উল্যাহ পাটওয়ারী জানান, তুহিন পাটওয়ারী ইতিপূর্বে প্রবাসে থাকাবস্থায় তার প্রথম স্ত্রী ৩টি কন্যাসন্তানের জননীও রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে সোমবার রাতে আয়েশার মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়