প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০০:০০
গতকাল ২২ নভেম্বর সোমবার চাঁদপুরে ১০৬ জনের করোনার নমুনা পরীক্ষার করা হয়। এতে চারজনের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তরা হচ্ছে চাঁদপুর সদর উপজেলায় ২ জন, ফরিদগঞ্জে ১ জন ও কচুয়া উপজেলায় ১ জন। সংক্রমণের হার হচ্ছে ৩.৭৭ শতাংশ।
এদিকে নতুন শনাক্ত হওয়া চারজনসহ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ১৫০৩৫ জন। এর মধ্যে মারা গেছে ২৩৯ জন। সুস্থ হয়েছেন ১৪৭২৯ জন, চিকিৎসাধীন আছেন ৬৭ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে এ সব তথ্য।