প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা। সকাল দশটায় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা ও শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা কাবাডি দল।
উদ্বোধনী দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মিলন মাহমুদ।
চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ও ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় রয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতায় অংশ নিয়েছে আটটি দল। দলগুলো হচ্ছে : ক গ্রুপে মতলব দক্ষিণ, শাহারাস্তি, হাইমচর ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা। খ গ্রুপে রয়েছে হাজীগঞ্জ, কচুয়া, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলা।
প্রতিযোগিতা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা কাবাডি দল গত কয়েকদিন ধরে চাঁদপুর স্টেডিয়ামে অনুশীলন করা যাচ্ছেন। গতকাল বিকেলে গিয়ে দেখা যায়, দলের অনুশীলন চলছে এবং খোঁজখবর নিচ্ছেন দায়িত্বরত কর্মকর্তা চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ। তাঁর সাথে ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান, আশা করি নির্ধারিত সময়েই অংশ নেয়া দলগুলোকে নিয়ে খেলা শুরু হবে। খেলাগুলো দেখার জন্যে জেলা ক্রীড়া সংস্থার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ক্লাবগুলোর কর্মকর্তাসহ দর্শকদের মাঠে উপস্থিত থেকে খেলা দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।