রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০০:০০

নবাগত সিভিল সার্জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরের নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসকবৃন্দ। গতকাল ২২ নভেম্বর সোমবার বেলা ১২টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল, বিএমএ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডাঃ মোঃ মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

জানা যায়, ডাঃ মোঃ শাহাদাত হোসেন গত ২১ নভেম্বর রোববার সিভিল সার্জন হিসেবে তাঁর নতুন কর্মস্থল চাঁদপুরে যোগদান করেন। এর পূর্বে তিনি কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে ডেপুটি সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি পদোন্নতি পেয়ে রোববার চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়