রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০০:০০

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার নিষ্ঠুর রসিকতা করছে
স্টাফ রিপোর্টার ॥

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা প্রদানের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় ফরিদগঞ্জ-রায়পুর মহাসড়কে উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছের সভাপ্রধানে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন, পৌর যুবদলের সদস্য সচিব আমিন মিজি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সালাউদ্দীন মিঠু ও পৌর আহ্বায়ক আল-আমিন মোল্লা।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক খসরু মোল্লা, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বাচ্চু, প্রচার সম্পাদক মাসুদ আলম, স্থানীয় সরকার সম্পাদক আবু সায়েদ পাটোয়ারী, কুটির শিল্প সম্পাদক লোকমান দর্জি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, জেলা যুবদলের সদস্য মোক্তার মিজি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, আবদুল কাইয়ুম সুমন, মাহমুদর রশীদ তানহা, ১৫নং ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল খান, ১১নং ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশীদ পাটোয়ারী চেয়ারম্যান, ১০নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদির মেম্বার, ৯নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহআলম, ৭নং ইউনিয়ন বিএনপির সভাপতি আবু পাটোয়ারী, সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, ১নং ইউনিয়ন বিএনপির সভাপতি জসিমউদ্দীন স্বপন, ৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভুলু, ১৬নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মেম্বার, ৮নং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মেম্বার, ৯নং সাংগঠনিক সম্পাদক বিল্লাল বেপারী, ১০নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিমুর রহমান, শ্রমিক দলের সভাপতি আজিম খান, পৌর মহিলা দলের সভাপতি আলেয়া বেগম প্রমুখ।

সভাপতির বক্তব্যে শরীফ মোঃ ইউনুছ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কুৎসিত ও ফরমায়েশি রায় দিয়ে অন্যায়ভাবে দীর্ঘদিন জেলে বন্দী রেখেছে সরকার। নির্মম-নিষ্ঠুরতার মধ্যেও এ বৃদ্ধ বয়সে দেশবাসীর ভোটের অধিকার আদায়ের আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আজ তিনি প্রতিহিংসার শিকার। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার নিষ্ঠুর রসিকতা করছে। দেশব্যাপী খালেদা জিয়া মুক্তি আন্দোলন শুরু হয়েছে। সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়