প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০০:০০
আগামী ২৬ ডিসেম্বর চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্সের ২০২২ ও ২০২৩ সালের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। পরিচালক পদে নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীদের আগামী ২৮ হতে ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ এবং ৫ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র নির্বাচন বোর্ডের নিকট দাখিল করতে হবে। আগামী ২৬ ডিসেম্বর চেম্বার ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দিনই নির্বাচন বোর্ড কর্তৃক দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনে সাধারণ সদস্যগণের মধ্যে হতে ৮ জন, অ্যাসোসিয়েটেড সদস্যগণের মধ্য হতে ৬ জন এবং ট্রেডগ্রুপ সদস্যগণের মধ্য হতে ১ জন, মোট ১৫ জন পরিচালক পদে নির্বাচিত হবেন। কোনো ঋণখেলাপী, কর খেলাপী, ফৌজদারী মামলার দণ্ডপ্রাপ্ত, দুর্নীতি মামলার দ-প্রাপ্ত, চারিত্রিক স্খলনজনিত মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে নির্বাচন বোর্ড কর্তৃক জানা যায়।