রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০০:০০

অনুসন্ধানী সাংবাদিকতায় জীবনের ঝুঁকি আছে, অনেকের বিরাগভাজন হতে হয়
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

‘অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা নিজ নিজ অবস্থান থেকে আশঙ্কার কথা তুলে ধরেছেন। তারা বলেন, আসলে বাস্তবতার কথা চিন্তা করলে অনুসন্ধানী সাংবাদিকতা করা খুবই ঝুঁকিপূর্ণ। জীবনের উপর ঝুঁকি আসবে। অনেক ক্ষেত্রে জীবন বিপন্নও হতে পারে। প্রশাসন, জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের বিরাগভাজন হতে হবে। এ সব ঝুঁকি এবং চাপ সামাল দেয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তবে হ্যাঁ সম্ভব হবে তখন, যখন আমাদের সাংবাদিকদের মধ্যে সুদৃঢ় ঐক্য থাকবে। আর মিডিয়া হাউজগুলোও যদি এ ব্যাপারে আপসহীন থাকে। বক্তারা বলেন, সবাই শুধু প্রশংসা শুনতে চায়। সমালোচনা কেউ পছন্দ করে না এবং শুনতেও চায় না। যদিও সেই সমালোচনা গঠনমূলক এবং তথ্যনির্ভর। এরপরও হাল ছেড়ে দেয়া বা হতাশ হওয়া যাবে না। সমাজে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব ব্যাপক। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের পরিবর্তে সমাজ ও রাষ্ট্রের সমষ্টিগত স্বার্থ নিশ্চিতে অবদান রাখা অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম লক্ষ্য। অনুসন্ধানী সাংবাদিকতা এই লক্ষ্য বাস্তবায়নের প্রক্রিয়ায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁদপুর জেলা কমিটির আয়োজনে উক্ত মতবিনিময় সভায় বক্তারা এ সব বক্তব্য রাখেন। গতকাল সোমবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ মনির হোসেন।

সুজন চাঁদপুর জেলা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া জীবনের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, রিয়াদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার শাওন পাটওয়ারী। স্বাগত বক্তব্য রাখেন সুজন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন। বক্তারা জেলা তথ্য কর্মকর্তার কাছে অনলাইন নিউজপোর্টালের ব্যাপারে সরকারি যে নির্দেশনা রয়েছে চাঁদপুরে তার পুরোপুরি বাস্তবায়নের দাবি জানান। এ ব্যাপারে তথ্য কর্মকর্তা সাংবাদিকদের আশ^স্ত করেন।

মতবিনিময় সভার শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও সুজন চাঁদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপনের পর এর উপরই বক্তারা আলোচনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়