প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০
ডাঃ মোঃ শাহাদাত হোসেন চাঁদপুর জেলার নবাগত সিভিল সার্জন হিসেবে যোগদান করেছেন। তিনি গতকাল ২১ নভেম্বর রোববার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে এসে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে ডেপুটি সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। গত ১৬ নভেম্বর চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে তাঁর পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
এদিকে গতকাল তিনি চাঁদপুরে যোগদান করার পর এ জেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।