প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০
নতুন করে বেসরকারি কলেজে অনার্স কোর্স খোলার বিষয়ে সরকারের নিষেধ আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি বলেন, বেসরকারি কলেজগুলোতে অনার্স-মাস্টার্সের শিক্ষকদের বিষয়ে এমপিওর ব্যাপারে কথাবার্তা হচ্ছে। শনিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের সিংহভাগ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের। কাজেই তাদের কী করে অনেক বেশি কর্মমুখী শিক্ষা দিয়ে তৈরি করা যায়, সেই লক্ষ্যে কাজ হচ্ছে। তিনি বলেন, ‘আমরা সনদধারী বেকার তৈরি করতে চাই না। লেখাপড়া শেষ করে বেকার থাকবে-এমন ধরনের শিক্ষাব্যবস্থা চাই না।’
ডাঃ দীপু মনি বলেন, ‘আমরা আশা করছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরও উন্নত হবে। চতুর্থ শিল্পবিপ্লবের যেসব চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের কীভাবে প্রস্তুত করা যায়, সে বিষয়ে ভাবছি।’
করোনা মহামারির কারণে শিক্ষার্থী উপস্থিতি এখনো ৭০ শতাংশ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অভিভাবকেরা এখনো তাদের ছেলেমেয়েকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে চান না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে শিক্ষাব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষামন্ত্রী পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রংপুর অডিটোরিয়ামে এক কর্মশালায় অংশ নিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ মশিউর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন আনোয়ার হোসেন প্রমুখ। সূত্র : প্রথম আলো।