রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ০০:০০

জাপানে কৃষি খাতে দক্ষ কর্মী পাঠানো বিষয়ে কচুয়ায় মতবিনিময়
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়ায় এএসডিসি (বাংলাদেশ) মামিয়া-ওপি (জাপান) জাপানে কৃষি খাতে দক্ষ কর্মী পাঠানো বিষয়ে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর সন্ধ্যায় কচুয়া উপজেলার আকানিয়া নাছির গ্রামে আসাহি স্কিল ডেভলপমেন্ট সেন্টারের আয়োজনে সংস্থার চেয়ারম্যানের বাসভবনে মতবিনিমিয় সভার আয়োজনে করা হয়। এ সময় সংস্থার চেয়ারম্যান প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ান মানিক বলেন, বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক বেকার যুবক-যুবতী, ছাত্র-ছাত্রী রয়েছে। এসব যুবক-যুবতীদের জাপানী ভাষায় প্রক্ষিণের মাধ্যমে কৃষিখাতে দক্ষ করে জাপানে কম খরচে পাঠানোই আমাদের লক্ষ্য। মতবিনিময় সভায় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন জাপানে কৃষি খাতে দক্ষ কর্মী পাঠানো বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরো বলেন, আসাহি স্কিল ডেভলপমেন্ট সেন্টারের মাধ্যমে কৃষি খাতে দক্ষ ও জাপানী ভাষায় প্রশিক্ষিতি করে জাপানে কৃষি খাতে দক্ষ লোক পাঠানোর জন্যে আমাদের সংস্থার মাধ্যমে আমরা কাজ করছি। এ সময় ভার্চুয়াল পদ্ধতিতে অংশগ্রহণকারীদের সাথে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন জাপান মামিয়া-ওপি সংস্থার প্রধান সিএসসাটো। তাছাড়া প্রশিক্ষণ ও বিভিন্ন বিষয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ড. এম নাছির উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়