রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ০০:০০

৬৯ লক্ষ টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ আটক ১
সেলিম রেজা ॥

চাঁদপুর রেলওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে গত ১৯ নভেম্বর সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় ৬৯ লক্ষ টাকা মূল্যের ১০৪ ভরি ১০ আনা ওজনের স্বর্ণের ২টি বারসহ সুপ্লব ধর নামে একজনকে আটক করা হয়।

ওইদিন চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ২৯নং সাগরিকা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর-লাকসাম রেলপথের মেহের স্টেশন থেকে ছাড়লে গোপন সংবাদের সূত্র ধরে ট্রেনের ১৬৩৯নং বগী (জ) সিট নং-৬৪) এক যাত্রীকে কঠোর নজরদারিতে রাখা হয়। পরে চাঁদপুর রেলওয়ে স্টেশনে নামার সময় চাঁদপুর রেলওয়ে থানার পরিদর্শক মুরাদ উল্লাহ বাহারের নেতৃত্বে এসআই রাজেন্দ্র প্রসাদ দাস, এএসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ তার দেহ তল্লাশি করে।

এ সময় তার ‘মেন্ডেল’ সু চেক করার সময় অনেক ওজন মনে হয়। পরে তাকে থানায় নিয়ে যায়। এরপর ২টি জুতার সুকতলার ভেতর থেকে স্কচটেপ পেঁচনো ধাতব স্বর্ণের বার বের করা হয়। আটক সুপ্লব ধর চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার রামপুর বণিক পাড়ার অজিত ধরনের পুত্র। সে জানায়, চট্টগ্রামের হাজারী গলি থেকে একজন স্বর্ণের বার তাকে ঢাকার তাঁতীবাজারে পৌঁছে দেয়ার জন্য বিশেষ পদ্মতিতে জুতার সুকতলায় সেট করে দেয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২শ’ ১৯ গ্রাম। আনুমানিক মূল্য ৬৮ লাখ ৫৫ হাজার টাকা। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-০২, তাং ১৯/১১/২০২১ খ্রিঃ। সোনা আটকের ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আঃ গফুর এবং চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুর মোর্শেদ রেলওয়ে থানায় সোনার বার সরেজমিন প্রত্যক্ষ করেন।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার পরিদর্শক মুরাদ উল্লা বাহার বলেন, ২০ নভেম্বর আটক সুপ্লব ধরকে আদালতে তোলা হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়