রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ০০:০০

উৎসবমুখর পরিবেশে চাঁদপুর রোটারী ক্লাবের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উন্নত সুশৃঙ্খল জীবন গড়ার ক্ষেত্রে অনুকরণীয় হতে পারে রোটারী ক্লাব

--------------------রোটারিয়ান পিপি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম

উন্নত সুশৃঙ্খল জীবন গড়ার ক্ষেত্রে অনুকরণীয় হতে পারে রোটারী ক্লাব
বিমল চৌধুরী ॥

৫০ বছর পূর্তি উদযাপনে সংশ্লিষ্টদের মূল্যায়ন-স্মারক প্রদানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান চাঁদপুর রোটারী ক্লাবের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। ২০ নভেম্বর শনিবার বিকেল পৌনে ৩টায় চাঁদপুর রোটারী ক্লাবের ডাঃ নূরুর রহমান কনফারেন্স হলে সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে কোরান তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে আনন্দঘন পরিবেশে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ উপস্থিত রোটারিয়ানবৃন্দ।

অনুষ্ঠানে ৫০ বছর পূর্তি উদ্যাপনে আশাব্যঞ্জক অবদান রাখায় রোটারিয়ান পিপি কাজী শাহাদাত পিএইচএফ ও রোটাঃ পিপি অ্যাডঃ মোঃ সাইয়েদুল ইসলাম বাবুকে বিশেষভাবে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসেবসহ প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য তুলে ধরেন রোটারী ক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক রোটাঃ পিপি কাজী শাহাদাত, পিএইচএফ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোটাঃ পিপি আলহাজ্ব মোঃ হাফিজ মিয়া পিএইচএফ, পবিত্র গীতা থেকে পাঠ করেন গোপাল চন্দ্র সাহা, পিএইচএফ। অনুষ্ঠানে ৫০ বছর পূর্তি উদ্যাপনে সক্রিয় অবদান রাখায় সম্মাননা স্মারক গ্রহণ করেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ পিপি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম আরএফএসএম এবং চাঁদপুর জেলা ফার্টিলাইজার আ্যসোসিয়েশনের সভাপতি রোটাঃ পিপি সুভাষ চন্দ্র রায় পিএইচএফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটাঃ পিপি তমাল কুমার ঘোষ, রোটাঃ পিপি অধ্যাপক মোঃ জাকির হোসেন, রোটাঃ পিপি ডাঃ এমজি ফারুক ভূঁইয়া, রোটাঃ পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, আইপিপি রোটাঃ নাছির উদ্দিন খান, প্রেসিডেন্ট ইলেক্ট খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, সহ-সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম, সেক্রেটারী অ্যাডঃ পলাশ মজুমদার, সেক্রেটারী ইলেক্ট রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন, রোটাঃ হিরেন্দ্র দেবনাথ, রোটাঃ নাজিমুল ইসলাম এমিল, ট্রেজার রফিকুল ইসলাম, ডিরেক্টর রোটাঃ গোপাল চন্দ্র সাহা, রোটাঃ শাহানা ইসলাম, রোটাঃ হাবিবুর রহমান পাটওয়ারী, সাজেন্ট অ্যাট আর্মস্ রোটাঃ নাছির আহমেদ, রোটাঃ সঞ্জয় অধিকারী, সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটাঃ মহসীন পাঠান, রোটাঃ আব্দুল্লাহ আল মামুন, রোটাঃ বজলুর রশিদ সোহেল, রোটাঃ সাইফুল ইসলাম, রোটাঃ রেদওয়ান রহমতুল্লা সম্রাট, রোটাঃ ফয়েজ আহমেদ, রোটাঃ মানিক লাল ও রোটাঃ জিল্লুর রহমান জুয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম সুন্দর আয়োজনের জন্যে উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, প্রায় ৫০ বছর ধরে রোটারী করছি। রোটারীর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি। রোটারী কর্মকা- আমাকে সেবা কার্যক্রমে আগ্রহী করে তোলে। এখান থেকেই আমি ব্যবসায়ীদের বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার তাগিদ অনুভব করি এবং চাঁদপুর চেম্বার অব কমার্স প্রতিষ্ঠায় সক্ষম হই। তিনি তরুণ ও যুব সমাজকে রোটারী ক্লাবে সম্পৃক্ত হবার আহ্বান জানিয়ে আরো বলেন, উন্নত সুশৃঙ্খল জীবন গড়ার ক্ষেত্রে অনুকরণীয় হতে পারে রোটারী ক্লাব। সেবার ক্ষেত্রে চাঁদপুর রোটারী ক্লাবের অনেক অবদান রয়েছে। এই ক্লাবের সাথে যারা জড়িত রয়েছেন তারা সকল ক্ষেত্রেই সফল। তিনি ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি রোটাঃ পিপি সুভাষ চন্দ্র রায় পিএইচএফ।

ক্লাব সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ আরএফএসএম-এর সভাপ্রধানে অনুভূতি প্রকাশপূর্বক বক্তব্য রাখেন রোটাঃ পিপি তমাল কুমার ঘোষ, রোটাঃ পিপি অধ্যাপক মোঃ জাকির হোসেন, রোটাঃ পিপি ডাঃ এমজি ফারুক ভূঁইয়া, রোটাঃ পিপি অ্যাডঃ মোঃ সাইয়েদুল ইসলাম বাবু, রোটাঃ আইপিপি মোঃ নাছির উদ্দিন খান প্রমুখ।

সাপ্তাহিক সভার প্রতিবেদন পেশ করেন ক্লাব সেক্রেটারী রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার। ৫০ বছর পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক রোটাঃ কাজী শাহাদাত তাঁর বক্তব্যে আগামী ৬০ বছর পূর্তিতে ব্যাপক আয়োজনে হীরক জয়ন্তী উৎসব উদ্যাপনের তাগিদ দেন এবং তা উদ্যাপনে বর্তমান ক্লাব সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদের নাম আহ্বায়ক হিসেবে ঘোষণা করলে উপস্থিত সকলে তা করতালির মাধ্যমে সমর্থন করেন। পরে র‌্যাফেল ড্র ও বিশিষ্ট কণ্ঠ শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। করোনার দীর্ঘ অবরুদ্ধতা কাটিয়ে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়ায় রোটারিয়ানগণ সন্তোষ প্রকাশ করেন। কণ্ঠশিল্পী স্বজন সাহা, রোটারিয়ান নাছির উদ্দিন খান, রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, আলী আশরাফ বাবুর পরিবেশিত পুরানো দিনের গানে উপস্থিত সকলে বিমোহিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়