রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ০০:০০

২৩ নভেম্বর চাঁদপুরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা শুরু
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আগামী ২৩ নভেম্বর থেকে চাঁদপুরে শুরু হচ্ছে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে চাঁদপুরে ৮ উপজেলা নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলাগুলো হবে চাঁদপুর স্টেডিয়ামে। ২৪ নভেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

চাঁদপুর স্টেডিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা উপলক্ষে বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলামসহ চাঁদপুর জেলার ৭ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং ৮টি থানার অফিসার ইনচার্জ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, জেলার ৮ উপজেলাকে দু দলে ভাগ করা হয়েছে। ক গ্রুপে রয়েছে মতলব দক্ষিণ, শাহরাস্তি, মতলব উত্তর ও হাইমচর উপজেলা। খ গ্রুপে রয়েছে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, কচুয়া ও চাঁদপুর সদর উপজেলা। প্রতিটি দলের খেলা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়