প্রকাশ : ১৮ নভেম্বর ২০২১, ০০:০০
গতকাল বুধবার পুরাণবাজার ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার জানান, কোনো প্রার্থী নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা ব্যর্থ হয় এমন কোনো কাজ করলে বিন্দুমাত্র ছাড় পাবেন না। নির্বাচনকে উৎসবমুখর করে তোলার জন্য পুলিশ সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে থাকবে।
এ সময় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।