প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন কার্যক্রম ও ভোটগ্রহণ স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৫ নভেম্বর সোমবার নির্বাচন পরিচালনা-২ উপ-সচিব মোঃ আতিয়ার রহমান ও নির্বাচন ব্যবস্থাপনা সমন্বয়-২ সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক নোটিস থেকে এ তথ্য জানা গেছে।
নোটিসে উল্লেখ করা হয়, রিট পিটিশন নম্বর ৭১৪০/২০২১-এর ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখের আদেশ প্রতিপালনার্থে আগামী ২৮ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।