রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জের পানিতে ডুবে জমজ সহোদরের মৃত্যু
প্রবীর চক্রবর্তী ॥

খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে গিয়ে আব্দুর রহমান ও আব্দুল্যাহ নামে তিন বছর বয়সী জমজ দুই সহোদরের করুণ মৃত্যু হয়েছে। ১৫ নভেম্বর সোমবার সকালে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামের কবিরাজ বাড়িতে এই ঘটনা ঘটে। শিশু দুটির পিতা জসিম উদ্দিন পেশায় একজন পল্লী চিকিৎসক।

জমজ দুই সহোদরের চাচাতো ভাই আকরাম জানান, তার ভাইয়ের দুই জমজ সন্তান তিন বছর বয়সী আব্দুর রহমান ও আব্দুল্যাহ সোমবার সকালে বাড়ির সামনে খেলছিল। এ সময় তাদের মা শারমিন আক্তার ঘরে রান্নার কাজ করছিল। খেলাচ্ছলে এক পর্যায়ে শিশু দু’টি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ওই বাড়ির একজন পানিতে দুই জোড়া জুতা ভাসতে দেখে তাদের দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ কামরুল হাসান জানান, শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসলেও এর আগেই তাদের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়