প্রকাশ : ১৩ নভেম্বর ২০২১, ০০:০০
১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটিতেও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী ৬৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে মোঃ মাসুদ গাজী পান ৩৬২৪ ভোট। তবে আশিকাটি ইউনিয়নের ৩টি ওয়ার্ডের তিন কেন্দ্রে মোঃ মাসুদ গাজী বিজয়ী হন। অর্থাৎ তিনি নৌকার প্রার্থীর চেয়ে বেশি ভোট পান। আশিকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাতপাখা প্রতীকে মোঃ মাসুদ গাজী পান ৬২৬ ভোট ও নৌকা প্রতীকের মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী পান ৫৫৫ ভোট। ৪নং ওয়ার্ডের হোসেনপুর আলিম মাদ্রাসায় মোঃ মাসুদ গাজী পান ৫২৯ ভোট আর মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী পান ৪৯২ ভোট। ৮নং ওয়ার্ডে পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাসুদ গাজী পান ৬১৪ ভোট আর মোহাম্মদ বিল্লাল হোসেন পাটোয়ারী পান ৫৯৫ ভোট। এছাড়াও আরও দু-একটি ওয়ার্ডে অনেকটা কম ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন পাটোয়ারী ৩৩৫৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।