প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তরের লুধুয়া স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আমিও একদিন তোমাদের মতো ছিলাম। আমি আশা করি, তোমরাও একদিন লেখাপড়া করে আমার চেয়ে বড় হও। ৫৬ বছর পর বক্তব্য রাখলাম এ প্রতিষ্ঠানে। আজ এখানে বক্তব্য রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তোমাদেরকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তবেই জীবনে সাফল্য ধরা দিবে।
১১ নভেম্বর (বৃহস্পতিবার) মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনীতি একটা মহান পেশা। রাজনীতি করে মানুষের সেবা করা যায়, অধিকার আদায় করা যায়। সততা, নিষ্ঠা আর অদম্য মনোভাব নিয়ে আমি এগিয়ে গেছি এবং সফল হয়েছি। আমার বিশ্বাস, তোমরাও পারবা। কখনো নিরাশ হইনি, তোমরাও হবে না। চেষ্টা করলে অনেক কিছুই করা সম্ভব। তাই তোমরা চেষ্টা করো, জীবনে অনেক বড় হতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপ্রধানে ও উপাধ্যক্ষ কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান কামাল, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিয়া মোহাম্মদ আসাদুজ্জামান, লুধুয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক ফজিলা পারভীন, অভিভাবক কামরুজ্জামান সরকারসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন।