রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০

উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

গতকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নয়টি ইউনিয়নেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নারী-পুরুষ ও বয়োবৃদ্ধ ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে বেশ উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। কিছু কিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটে নি কোথাও।

গতকাল সকাল নয়টার সময় বাগাদী আহমাদিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটারের দীর্ঘ লাইন। এই কেন্দ্রটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের। এই কেন্দ্রে নারী ও পুরুষের পৃথক ভোট কক্ষ করা হয় ৮টি। মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩১৯৮ জন। সবগুলো বুথের সামনে দেখা গেছে ভোটারের দীর্ঘ লাইন। কেন্দ্রের ভেতরে পুরো মাঠ জুড়েই ছিল ভোটারদের লাইন। নারী-পুরুষ উভয় ভোটারের উপস্থিতি ছিলো ব্যাপক। এই দৃশ্য ভোটের উৎসবকেই যেনো জানান দিলো। এ সময় কেন্দ্রের ভেতরে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বরকত উল্লাহ খানকে দেখা গেলো লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের সাথে কুশল বিনিময় করতে। তিনি প্রত্যেক বুথে ঢুকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এটি তাঁর নিজস্ব ভোট কেন্দ্র।

এর কিছুক্ষণ পর কেন্দ্রে আসলেন নৌকা মার্কার প্রার্থী বেলায়েত হোসেন গাজী বিল্লাল। তিনি কেন্দ্রে ঢুকে প্রথমেই বাগাদী দরবার শরীফের পীর সাহেবের মাজার জিয়ারত করলেন। এরপর তিনি বুথে বুথে ঢুকে পরিস্থিতি দেখলেন। এই কেন্দ্রেই বেলায়েত হোসেন বিল্লাল তাঁর ভোটটি দেন। একই সময় তাঁর মেয়ে ভোট দেন। আর ভোটার হওয়ার পর এটিই হচ্ছে তার প্রথম ভোট দেয়া। এই কেন্দ্রে নৌকা মার্কার কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল ব্যাপক। তবে চশমা মার্কার কর্মী সমর্থকও কিছু দেখা গেছে।

বাগাদী মাদ্রাসা কেন্দ্রের পাশেই অবস্থিত অপর দুটি কেন্দ্র বাগাদী গণি উচ্চ বিদ্যালয় ও বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েও একই দৃশ্য দেখা গেলো। অর্থাৎ ভোটারের ব্যাপক উপস্থিতি। এই দুটি কেন্দ্রের একটিতে ১৭৯৫ আর অপরটিতে ১৫৮৩ ভোটার। এই কেন্দ্র দু’টি ৮নং ওয়ার্ডের।

এমনিভাবে নয়টি ইউনিয়নের প্রায় সব কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেছে। অর্থাৎ বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারসহ ভোটগ্রহণকারী অন্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানা গেলো, সকাল ৮টা থেকে ভোটগ্রহণের সময় নির্ধারণ থাকলেও এর অনেক আগ থেকেই ভোটাররা কেন্দ্রে চলে আসে। তারা নিজ নিজ বুথ তথা ভোট কক্ষের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। ৮টা বাজার সাথে সাথেই ভোট গ্রহণের কাজ শুরু করে দেন পোলিং অফিসাররা।

এদিকে প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন বেশ তৎপর। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে র‌্যাব ও বিজিবি সদস্যরাও ছিলেন সক্রিয়। তাঁরা নয়টি ইউনিয়নেই টহলে ছিলেন। যেখানেই কোনো গোলোযোগের সংবাদ পেয়েছেন, সেখানেই তাঁরা ছুটে গিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

উল্লেখ্য, গতকাল যে নয়টি ইউনিয়নে ভোট হয়েছে, সেগুলো হলো : বিষ্ণুপুর, আশিকাটি, শাহমাহমুদপুর, রামপুর, মৈশাদী, তরপুরচণ্ডী, বাগাদী, বালিয়া ও চান্দ্রা। এর মধ্যে রামপুর ও তরপুরচণ্ডী ইউনিয়নে শুধু মেম্বার পদে ভোট হয়েছে। এ দু’টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়