প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামের সন্তান মোঃ আদনান হাবিব। তিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশি প্রতিষ্ঠান রিয়াদ বাথাস্থ ঢাকা মেডিকেল সেন্টারে কর্মরত। সম্প্রতি তিনি চাঁদপুর কণ্ঠের মুখোমুখি হন। সাক্ষাৎকার নেন চাঁদপুর কণ্ঠের সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়।
চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?
মোঃ আদনান হাবিব : দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশি প্রতিষ্ঠান রিয়াদ বাথা ঢাকা মেডিকেল সেন্টারে কর্মরত।
চাঁদপুর কণ্ঠ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?
মোঃ আদনান হাবিব : আমি যুদ্ধ দেখিনি। তবে বাবা-চাচাদের মুখে শুনেছি তার কঠিন ইতিহাস। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে পাকিস্তানের হাত থেকে দেশকে মুক্ত করেছেন বীর মুক্তিযোদ্ধারা, তাঁদের প্রতি বিন্ম্রর শ্রদ্ধা। আর সেই স্বাধীন দেশের ৫০ বছর তথা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে থাকতে পেরে আমি গর্বিত।
চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতি-অগ্রগতি কতোটুকু হয়েছে?
মোঃ আদনান হাবিব : দেশের উন্নতি নিঃসন্দেহে প্রশংসনীয়। এক সময় আমার শাহরাস্তির নরিংপুর গ্রামে যেতে অনেক কষ্ট হতো, আজ আর তা হয় না। স্বল্প সময়ের মধ্যেই গ্রামে যেতে পারি। রাস্তাঘাটের যথেষ্ট উন্নয়ন হয়েছে।
চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্ট-বেদনা-অতৃপ্তি আছে কি?
মোঃ আদনান হাবিব : আমার দেশ নিয়ে নয়, বরং দেশের রাজনৈতিক দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রী মহল যারা দেশের উন্নয়ন-অগ্রগতিতে বাধা দেয়াসহ দুর্নীতি করছে, তা দেখে কষ্ট হয়। প্রবাসীদের কষ্ট লাঘবসহ তাদের জন্য সরকারের নানামুখী পদক্ষেপ নেয়া উচিত। তাহলে দেশের উন্নয়ন-অগ্রগতি বেড়ে যাবে।
চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।
মোঃ আদনান হাবিব : দেশের উন্নয়ন তখনই হবে, যখন সাধারণ মানুষের উন্নয়ন হবে। আর উন্নয়নের লক্ষ্যেই সরকারসহ সবাইকে কাজ করতে হবে।