শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ০০:০০

করোনায় চাঁদপুরে একজনের মৃত্যু
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে রোকেয়া বেগম (৫৫) নামে এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বাড়ি সদর উপজেলার মহামায়া লোধেরগাঁও গ্রামে। এ নিয়ে জেলায় দেড় বছরে মোট মৃত্যুর সংখ্যা হলো ২৩৮ জন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, রোকেয়া বেগম ১৩ অক্টোবর বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় করোনার উপসর্গ প্রচ- শ^াসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন বৃহস্পতিবার দুপুর ১২টা মিনিটের সময় তিনি মারা যান। মারা যাওয়ার পর স্যাম্পল নিয়ে পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

এদিকে গতকাল চাঁদপুর জেলায় ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। শনাক্তের হার ২.৫৬ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৩ জন হচ্ছে চাঁদপুর সদরে ২ ও মতলব দক্ষিণ উপজেলায় ১ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৪৯৬১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৬৪২ জন। মারা গেছেন ২৩৮ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮১ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়