প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার শারদীয় দুর্গাপূজা ম-প পরিদর্শন করেছেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল। গতকাল ১৩ অক্টোবর বেলা ১২টায় উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের বিনয় দাসের বাড়ির দুর্গাপূজা মণ্ডপ ও নারায়ণপুরসহ উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বিনয় ভূষণ দাস, জয়নাল আবেদীনসহ অন্য নেতৃবৃন্দ। পরে তিনি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন।