শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ০০:০০

জাল নৌকা মাছসহ আটক ১৯ জেলে
মিজানুর রহমান ॥

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ১৯ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। এ সময় ৩২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৩টি মাছ ধরার নৌকা ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ১১ অক্টোবর সোমবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত নৌ পুলিশ সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের পদ্মা-মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে।

আটক জেলেরা হলেন বরগুনা জেলার মোঃ নবিন, নোয়াখালী জেলার কামাল, সিরাজ, ভোলা জেলার কালু, হামিদ মোল্লা, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের আক্তার ঢালী, নাজমুল হোসাইন, শাহজালাল, আমান উল্লাহ দেওয়ান, রাকিব ঢালী, আল আমিন, খোরশেদ আলম, আবদুল আজিজ, এনায়েত উল্ল্যাহ, মোঃ সৈয়দ মোল্লা, আমান উল্লাহ, হাইমচর উপজেলার শাকিল মিয়া, হেলাল খান ও শরিয়তপুর জেলার খোরশেদ আলম।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ সীমানায় নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার করার সময় এদিন জাল, নৌকা ও মাছসহ ১৯ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

তিনি বলেন, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ ও জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, তার জন্যে নৌ থানা পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়