শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ০০:০০

কচুয়ার ৪১টি পূজা মণ্ডপে দুর্গোৎসব শুরু
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা গতকাল সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। ৫দিন ব্যাপী এ উৎসবকে ঘিরে কচুয়ায় ৪১টি পূজা ম-পে বিরাজ করছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ উৎসবমুখর পরিবেশ। পূজা নির্বিঘœ করতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রে সঙ্গে পৃথক পৃথকভাবে পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও ৪১টি পূজা ম-পের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন জানান, পূজায় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেলক্ষ্যে আমরা পূজা ম-পগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করেছি। প্রতি ৪টি ম-পে একটি মোবাইল টিম সার্বক্ষণিক টহলরত অবস্থায় রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জানান, নিরাপত্তার স্বার্থে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মোবাইল টিম গঠন করেছি। যা সার্বক্ষণিক পূজা ম-পগুলো পরিদর্শন করবে।

গত ৬ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। তবে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় সোমবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে। মঙ্গলবার মহাসপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্ত। বুধবার মহাষ্টমাদি কল্পারম্ভ ও বিহিত পূজা সমাপন। বৃহস্পতিবার শ্রীশ্রী শারদীয় দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা সমাপন এবং শুক্রবার মহাদশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। কুলাচারানুসারে বিসর্জনাস্তে অপরাজিতা পূজা।

এবারে দেবী দুর্গা ঘোটকে (ঘোড়ায়) মর্ত্যলোকে এসেছেন এবং দোলায় (নৌকা) চড়ে আবারো কৈলাশ পর্বতে স্বামী গৃহে ফিরে যাবেন।

কচুয়া পৌরসভার পূজা ম-প ঘুরে দেখা যায়, কোয়া পোদ্দার বাড়ির প্রবেশপথেই দৃষ্টিনন্দন ফটক করা হয়েছে। একইভাবে রাস্তার দুপাশে আলোকসজ্জা করা হয়েছে, যা পথচারী ও এলাকাবাসীর নজর কেড়েছে। এ মন্দির কমিটির সভাপতি তাপস পোদ্দার জানান, এ বছর তাদের ব্যাপক আয়োজনে ১৪১ তম সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। পূজা ম-পের পাশেই স্বাস্থ্য বিধি মানার জন্যে হাত ধোয়ার বেসিন এবং মাস্কের বক্স রাখা হয়েছে।

উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপু ও সাধারণ সম্পাদক বিকাশ সাহা জানান, করোনাকালে দ্বিতীয় বারের মত স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিটি পূজা ম-পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়