প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ০০:০০
আজ মহাসপ্তমী। সোমবার (১০ অক্টোবর) রাতে দেবীর আমন্ত্রণ ও অধিবাস শেষে আজ মঙ্গলবার (১২ অক্টোবর) মহাসপ্তমী। এ বছর ফরিদগঞ্জ উপজেলার মোট ২০টি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা চলকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় ফরিদগঞ্জ থানা পুলিশ বেশ ক'টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করেছে। একইভাবে আনসার-ভিডিপির কয়েকটি স্ট্রাইকিং ফোর্স কাজ শুরু করেছে।
এ বছর যে সকল পূজা ম-পে পূজা অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলোÑ শ্রীশ্রী নারায়ণ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দির ফরিদগঞ্জ, দাসপাড়া যুব সংঘ (দাসপাড়া, ফরিদগঞ্জ), শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া (চান্দ্রা বাজার), খাড়খাদিয়া সার্বজনীন দুর্গা উৎসব (খাড়খাদিয়া), বাসারা সার্বজনীন দুর্গা উৎসব (বাসারা), আইটপাড়া পশ্চিম বড়গাঁও সার্বজনীন দুর্গা উৎসব, তা¤্রশাসন সার্বজনীন দুর্গা উৎসব, গুপ্টি সার্বজনীন দুর্গা উৎসব (গুপ্টি সেন বাড়ি), আষ্টা সার্বজনীন দুর্গা উৎসব (আষ্টা বাড়ি), বৈচাতরী সার্বজনীন দুর্গা উৎসব (আষ্টা বাড়ি), আষ্টা সার্বজনীন দুর্গা উৎসব (রায় বাড়ি), শ্রীকালিয়া বৈচাতরী সার্বজনীন দুর্গা উৎসব, শ্রীশ্রী ভগবতী সার্বজনীন দুর্গা উৎসব (গুপ্টি), শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ সার্বজনীন দুর্গা উৎসব (পশ্চিম গুপ্টি), শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম (কড়ৈতলী), শ্রীশ্রী নবকিশোর সার্বজনীন দুর্গা উৎসব (সাহাপুর), শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপভুর মন্দির (দক্ষিণ ধানুয়া), শ্রীশ্রী রাধা গোবিন্দ হরিসভা (আলোনিয়া), শ্রীশ্রী সার্বজনীন দুর্গা উৎসব (দক্ষিণ রূপসা), শ্রীশ্রী সর্বমঙ্গলা সংঘ (রূপসা বাজার) ।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস জানান, উপজেলার ২০টি ম-পেই সুন্দরভাবে পূজা শুরু হয়েছে। প্রতিটি ম-প ইতিমধ্যে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা পূর্বের যে কোনো সময়ের তুলনায় আরো বেশি জোরদার হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ বাহার মিয়া বলেন, আগের মতো ম-পগুলোতে সার্বক্ষণিক পুলিশ না দিয়ে আমরা প্রতিটি ম-পকে ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, তিনি সার্বক্ষণিক ট্যাগ অফিসারদের মাধ্যমে পূজাম-পগুলোর খোঁজ-খবর রাখছেন।