শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০০:০০

সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহর বিদায় সংবর্ধনা

সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহর বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে চাঁদপুরের স্বাস্থ্য বিভাগ থেকে। উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়ে তিনি চাঁদপুর থেকে বদলি হয়ে যাচ্ছেন, সে জন্যে তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে চাঁদপুর স্বাস্থ্য বিভাগ। গতকাল ৬ অক্টোবর বুধবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সদ্য যোগদানকৃত তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জামাল সালেহ উদ্দিন, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ মিয়া, চাঁদপুর জেলা বিএমএ সভাপতি ডাঃ মোহাম্মদ নূরুল হুদা, সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা ও সহ-সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইছা রুহুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা পলিন, হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ বেলায়েত হোসেন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওছার হিমেল, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোয়েব আহমেদ চিশতী, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন প্রমুখ।

এ সময় বিদায়ী সিভিল সার্জনের সহধর্মিণীসহ চাঁদপুর জেলা হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকেও বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিদায়ী অতিথি ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরে দুই বছর চার মাস দায়িত্ব পালনকালে সবার সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করেছি। এখানে থাকা অবস্থায় আমার কাজের বড় চ্যালেঞ্জ ছিলো করোনা ভাইরাস। মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির মাধ্যমে হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের সবার সহযোগিতা নিয়ে বিশেষ করে সাংবাদিকরা করোনা মোকাবেলায় আমাকে সহযোগিতা করেছেন।

তিনি বলেন, কিছু কিছু সমস্যাতো থাকবে। তারপরও চাঁদপুরবাসীর স্বাস্থ্য ও চিকিৎসা সেবা চালিয়ে নিয়েছি। হাসপাতালের দায়িত্বে এখন যিনি এসেছেন তিনি প্রশাসনিক কাজে খুবই দক্ষ একজন মানুষ।

তিনি সবার কাছে দোয়া কামনা করে তাকে বিদায় সংবর্ধনা জানানোর জন্যে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়