প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ০০:০০
চতুরঙ্গের ইলিশ উৎসবে সংবর্ধিত হলেন চাঁদপুর পৌরসভার মেয়র
চতুরঙ্গের আয়োজনে সিনেবাজ-পুষ্টি ১৩তম ইলিশ উৎসবের ৩য় দিনে (৪ অক্টোবর) সোমবার রাতে সংবর্ধিত হলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে উৎসবের উত্তরীয়, সম্মাননা স্মারক, ইলিশ উৎসবের টি-শার্ট ও মাস্ক প্রদানের মাধ্যমে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
|আরো খবর
সংবর্ধনার জবাবে মেয়র বলেন, আমাকে সংবর্ধনা দেয়ার মতো কিছু নেই। আপনারা ভালোবাসেন এটাই যথেষ্ট। এটি শুধু উৎসব নয়, এটি প্রতিবাদ, অঙ্গীকার।
তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, মা ইলিশ রক্ষা অভিযানের সময় যেন আমরা ইলিশ না ধরি এবং না খাই। এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আমাদেরকে যার যার অবস্থান থেকে মা ইলিশ রক্ষায় কাজ করে যেতে হবে। আপনারা যদি আমাকে মেয়র বানাতে পারেন, তাহলে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় অনেক কিছুই করতে পারবেন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা মা ইলিশ রক্ষা করবো।
চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত, চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, কক্সবাজারস্থ গ্যালাক্সী রিসোর্টের কর্ণধার রোটাঃ মনিরুল ইসলাম মনির প্রমুখ।