শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ০০:০০

চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন

আওয়ামী লীগের প্রার্থী বাছাই কার্যক্রম শুরু

প্রথমদিন বাগাদী বালিয়া ও চান্দ্রা ইউনিয়নে তৃণমূল সভা ॥ মনোনয়ন প্রত্যাশীদের শো-ডাউন

আওয়ামী লীগের প্রার্থী বাছাই কার্যক্রম শুরু
স্টাফ রিপোর্টার ॥

আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলা আওয়ামী লীগ প্রার্থী বাছাই কার্যক্রম শুরু করেছে। তৃণমূলের সভার মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন। কিন্ত অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের তৎপরতা নেই বললেই চলে।

গতকাল ৪ অক্টোবর চাঁদপুর সদর উপজেলার তিন ইউনিয়নে তৃণমূল আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বালিয়া ইউনিয়ন দিয়ে শুরু হয় এ তৃণমূল সভা। এসব সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন বাগাদী, বালিয়া ও ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে বিভিন্ন প্রার্থীর পক্ষে জমজমাট শোডাউন পরিলক্ষিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সভাকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের শো ডাউন করে সভাস্থলে উপস্থিত হতে দেখা যায়।

১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী পাঁচ থেকে ছয় জন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন গাজী, চান্দ্রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান রাজু পাটওয়ারী, আবু ইউসুফ শেখ ও সোহরাব হোসেন রিপন পাটওয়ারী।

৯নং বালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রায় ৭ জন। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক উল্লা, সহ-সভাপতি জাকির হোসেন বহরদার, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক তালুকদার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন খান। এছাড়া কামরুল হাসান খান ও সেলিম পাটওয়ারীর নামও শোনা যাচ্ছে।

বাগাদী ইউনিয়নেও দলীয় একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন গাজী বিল্লাল, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফারুক আহমেদ কাকন, মিজানুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম প্রমুখ।

আজ ৫ অক্টোবর হানারচর ইউনিয়নের তৃণমূল সভা অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে পুনরায় দলীয় মনোনয়ন পেতে চান বর্তমান চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। আরো মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবু ছৈয়াল, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন টিটু গাজী, আওয়ামী লীগ নেতা কালু চকিদার, নাছির মাঝি প্রমুখ।

এছাড়াও আশিকাটি, বিষ্ণুপুর, তরপুরচ-ী, মৈশাদী, শাহমাহমুদপুর ও রামপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে একাধিক চেয়ারম্যান প্রার্থী তৎপর রয়েছেন। এসব তথ্য সংশ্লিষ্ট ইউনিয়ন এলাকা সূত্রে জানা যায়।

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, আমরা তৃণমূলের প্রস্তাবনা জেলার মাধ্যমে কেন্দ্রে পাঠাবো। কেন্দ্র দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা আওয়ামী লীগ আমাদের তালিকা বা তালিকার ধারাক্রম পরিবর্তন করতে পারবে না। তবে কোনো সুপারিশ করতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়