প্রকাশ : ০৪ অক্টোবর ২০২১, ০০:০০
ইলিশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ দীপু মনি পঠিত দুটি কবিতা
ইলিশের বাড়ি চাঁদপুর
|আরো খবর
পীযূষ কান্তি বড়ুয়া
ইলিশের বাড়ি চাঁদপুর
মেঘনা পাড়ের মেয়ে
সাগর-জলে ডাগর হলে
মেঘনাতে যায় ধেয়ে।
জাটকা-নাতি জন্ম দিতে
আসলে মেয়ে বাড়ি
যতœ যে তার হয় নিতে খুব
বাপ-ভাই আর মা’রই।
ইলিশ তোমার বোন হয় গো
ইলিশ আমার মেয়ে
ডিমের ইলিশ আর খেয়ো না
হাতের কাছে পেয়ে।
আমার মেয়ে ইলিশ যদি
ডিম ছেড়ে দেয় জলে
এক ইলিশের বদলে ইলিশ
মিলবে দলে দলে।
জাটকারা চাঁদপুরের নাতি
জাটকা ধরো না
কিশোর ইলিশ বাড়তে দিও
লালসা করো না।
মা কিংবা জাটকা ইলিশ
যতœ নিলে তবে
বাংলাদেশের কোণায় কোণায়
ইলিশ সেদিন হবে।
ইলিশ তোমার বোন হয় গো
ইলিশ আমার মেয়ে
চাঁদপুরে তার ঘরবাড়ি তাই
ধন্য তারে পেয়ে।
প্রধানমন্ত্রীর উপহার
পীযূষ কান্তি বড়ুয়া
মধুমতীর পাড়ের কাছে
টুঙ্গিপাড়া গ্রাম
সেই গাঁয়েরই সোনার মেয়ে
হাসিনা তাঁর নাম।
জনক যে তাঁর জাতির পিতা
হাজার বছর সেরা
মেয়ের হাতে শাসনভারে
বীরের বেশে ফেরা।
তাঁর মেয়ে আজ বাবার মতো
দেশের প্রেমে ডুবে
দেশকে নিলো এগিয়ে সবার
পশ্চিমে কি পুবে।
উন্নয়নের সেই ধারাতে
ব্র্যান্ড হলো আজ জেলা
প্রথম জেলা চাঁদপুরে তার
বসলো ইলিশ মেলা।
মধুমতির পাড়ের মেয়ে
শেখ হাসিনার মন
মেঘনা পাড়ের ইলিশ নিয়ে
ভাবেন অনুক্ষণ।
মেঘনা নদীর বুকের ইলিশ
চাঁদপুরে তার বাড়ি
শেখের বেটি উদার মনে
স্বীকৃতি দেন তারই।
ইলিশের বাড়ি চাঁদপুর
মেঘনা নদীর পাড়
মধুমতির পাড়ের মেয়ের
দারুণ উপহার!