শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২১, ০০:০০

চতুরঙ্গের আয়োজনে সিনেবাজ-পুষ্টি ১৩তম ইলিশ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

সত্যিই তো ইলিশ আমাদের কন্যা বা বোনই, বাপের বাড়িতে তাদের যত্ন করা রক্ষা করা আমাদের অনেক বড় দায়িত্ব

সত্যিই তো ইলিশ আমাদের কন্যা বা বোনই, বাপের বাড়িতে তাদের যত্ন করা রক্ষা করা আমাদের অনেক বড় দায়িত্ব
গোলাম মোস্তফা ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, সারা বিশ্ব ইলিশের বাড়ি হিসেবে চাঁদপুর জেলাকে চিনে। সেদিন বেশি দূরে নয়, যেদিন সারা বিশ্বের বাঙালিরা ইলিশ উৎসবের সাথে জড়িত হবেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গঠনের পর ইলিশ গবেষক দিয়ে ইলিশ মাছ কখন ডিম ছাড়ে, এ ডিম কীভাবে সংরক্ষণ করতে হবে, জাটকা নিধন কখন বন্ধ করতে হবে এ সকল বিষয়ে গবেষণা করে তিনি মা ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধন রোধে প্রয়োজনীয় সকল কর্মসূচি বাস্তবায়ন করে চলছেন।

তিনি প্রখ্যাত কবি ও ছড়াকার ডাঃ পীযুষ কান্তি বড়ুয়ার একটি কবিতা (যেটি তিনি প্রধানমন্ত্রীকে দেখিয়েছেন এবং প্রধানমন্ত্রী শুনে খুশি হয়েছেন) সেটি পুরো আবৃত্তি করে বলেন, কবি তাঁর কবিতায় উল্লেখ করেছেন ইলিশ আমার কন্যা, ইলিশ আমার বোন। সত্যিইতো ইলিশ আমাদের কন্যা ইলিশ আমাদের বোনই। কারণ ইলিশ সাগরের গভীর জলের মাছ, তাঁর প্রজননের সময় মেঘনায় আসে আমাদের বাড়িতে বেড়াতে অর্থাৎ বাপের বাড়িতে বেড়াতে আসে, তাদের সেবা করা, যতœ করা, রক্ষা করা আমাদের অনেক বড় দায়িত্ব ও কর্তব্য। এমন উপলব্ধি যদি আমাদের মাঝে জন্মায় তাহলে কেউ আমরা আর ইলিশ নিধন করবো না।

তিনি মা ইলিশ রক্ষা আন্দোলনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি গতকাল ৩ অক্টোবর রোববার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সিনেবাজ-পুষ্টি ১৩তম ইলিশ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সবশেষে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ইলিশ উৎসবের সফলতা ও দীঘায়ু কামনা করে আয়োজকদের ধন্যবাদ দেন।

চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ও টানা ১৩ বছর যাবৎ এই ইলিশ উৎসবের আহ্বায়ক দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফের সভাপ্রধানে এবং চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদের উপস্থাপনায় ৫ দিনব্যাপী উক্ত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ পিপিএম (বার)। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মোঃ জাহিদুল ইসলাম রোমান, টিকে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোফাচ্ছেল হক, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা। মঞ্চে উপবিষ্ট ছিলেন শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সভার সভাপতি কাজী শাহাদাত অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপিসহ সকল অতিথিকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করেন। এরপর শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ৫ দিনব্যাপী ইলিশ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শুরুতে উপস্থিত সকল অতিথিকে স্বাগত জানান চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বাহার। স্বাগত বক্তব্য রাখেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার।

আলোচনার পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও ক্রেস্ট প্রদান করেন উৎসবের আহ্বায়ক রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ।

এরপর অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দকে অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ দীপুমনি এমপি উৎসবের পক্ষ থেকে ক্রেস্ট, উত্তরীয়, মাস্ক ও টি-শার্ট প্রদান করেন।

এর আগে বিকেলে একই স্থানে উৎসবের ২য় দিন ইলিশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়। প্রতিযোগিতার শুভ সূচনা করেন চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার মজুমদার। বিকেলে ইলিশ বিষয়ক প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর কণ্ঠ বির্তক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইনের সভাপ্রধানে অংশ নেয় চাঁদপুর সরকারি কলেজ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। মডারেটর ছিলেন জায়েদুর রহমান নীরব। ‘চাঁদপুর জেলা ব্র্যান্ডিংয়ে ইলিশ উৎসবের ভূমিকা সহায়ক নয় মুখ্য’ এ বিষয় নিয়ে প্রীতি বিতর্কে পক্ষ দলের বিতার্কিক ছিলেন ছাবিহা জামান, ফাতেমা সুষম ও ইফরাত আরা নুর। বিপক্ষ দলের বিতার্কিক ছিলেন লাভলী আক্তার, বাঁধন চন্দ্র শীল ও শামীম হাসান সজিব।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ধন্যবাদ জানাই চতুরঙ্গকে ইলিশ উৎসব করার জন্য। রাত থেকেই মা ইলিশ রক্ষা অভিযান শুরু করবে টাস্কফোর্স। নিবন্ধিত জেলেরা ২০ কেজি করে চাল পাবে। অভিযানের সময় নদীতে ড্রেজিং বন্ধ থাকবে। ডাবল ইঞ্জিন চালিত নৌযান, স্পীডবোট নদীতে চলাচল করতে পারবে না। এগুলো আটকে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২২ দিনের জন্যে কোস্টগার্ডের জাহাজ আনা হয়েছে। তারা নদীতে টহল দিবে। আমাদের জনমত সৃষ্টি করতে হবে। সেজন্যে জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকরা যদি তাদের পত্রিকায় আমাদের লিফলেট প্রচার করেন, তাহলে সচেতনতা সৃষ্টি হবে। জেলে প্রতিনিধিরা জেলেদের বলবেন, যাতে তারা ঘরে থাকে। সরকার মাছ না ধরার জন্য তাদের চাল দিচ্ছে। আমরা আরো পদক্ষেপ নিয়েছি, জেলেদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ২২ দিনের যে পদক্ষেপ নিয়েছি তা সকলকে বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।

পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ইলিশ উৎসব কী এটা আমার জানার খুব ইচ্ছা ছিলো। তাই কাজী শাহাদাতের কাছ থেকে বিষয়টি জেনেছি। আজ রাত থেকে ইলিশ ধরা বন্ধ হচ্ছে ২২ দিনের জন্য। আমরা এ ব্যাপারে আজকে ভার্চুয়াল সভায় মিলিত হয়েছিলাম। আমি সবাইকে বলবো, এই ২২ দিন আমরা যদি ইলিশ ধরা, বিপণন, পরিবহন সব কিছু বন্ধ রাখি, তবেই হবে ইলিশ উৎসবের সার্থকতা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল উদ্দিনসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

রাতে স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক সংগঠনের নৃত্যানুষ্ঠান এবং সবশেষে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়