প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০
হাস্যকর উপস্থাপনা
কোনো অনুষ্ঠানের সৌন্দর্য, মর্যাদা ও ভাবগাম্ভীর্য ধরে রাখার ক্ষেত্রে সুন্দর উপস্থাপনা একটি মুখ্য বিষয়। সাবলীল ও শুদ্ধ উচ্চারণে অনুষ্ঠান উপস্থাপনায় সে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। কিন্তু এর ছিটেফোঁটাও লক্ষ্য করা যায় নি গতকাল চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি অনুষ্ঠানের শুরু থেকেই অগোছালোভাবে অনুষ্ঠান উপস্থাপন করতে থাকেন। যেমন কোরআন তেলাওয়াত, গীতা পাঠ না করিয়েই উপস্থাপক বক্তাদের নাম ঘোষণা করা শুরু করলেন। আবার শুরুতেই ‘এখন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন’ বলতে লাগলেন। এমন উপস্থাপনায় মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ বিব্রত হন এবং তাঁর উপস্থাপনায় যে ভুল হচ্ছে সেটিও নেতারা ধরিয়ে দেন। এরপরও তিনি একইভাবে ভুল করতে থাকেন। একপর্যায়ে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ দাঁড়িয়ে উপস্থাপকের দৃষ্টি আকর্ষণ করে ভুল শুধরিয়ে দেয়ার চেষ্টা করেন।
|আরো খবর
পুরো অনুষ্ঠান উপস্থাপনায় অগোছালো এবং ভুলে ভরা ছিল। যা ছিল খুবই হাস্যকর। অনেকে এমন বাজে উপস্থাপনায় মন্তব্য করেছেন ‘কেন্দ্রীয় নেতাদের সামনে এমন বাজে উপস্থাপনা চাঁদপুরকে একেবারে লজ্জায় ডুবিয়েছে’।