শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১১:৫৪

৪ আগস্টের ঘটনায় চাঁদপুর মডেল থানায় আরেকটি মামলা

প্রধান আসামী জেলা আওয়ামী লীগ সেক্রেটারী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
৪ আগস্টের ঘটনায় চাঁদপুর মডেল থানায় আরেকটি মামলা

আওয়ামী লীগ সরকার পতনের আগেরদিন ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মারামারির ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় আরেকটি মামলা হয়েছে। এ মামলায় প্রধান আসামী করা হয়েছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সেক্রেটারী) আবু নঈম পাটওয়ারী দুলালকে। মামলায় মোট নামীয় আসামী করা হয় ১১০ জন। এছাড়া অজ্ঞাতনামা আরো ১শ’ থেকে দেড় শ’ জন। মামলার বাদী হচ্ছে আল আমিন হোসেন, বাসা-ক্লাব রোড, নতুন বাজার, চাঁদপুর।

১৮ অক্টোবর শুক্রবার রাতে এ মামলাটি এজাহারভুক্ত হয়। মামলা নং-২০, তারিখ ১৮/১০/২০২৪ খ্রিস্টাব্দ। এই মামলার উল্লেখযোগ্য দুটি বিষয় হচ্ছে, এই প্রথম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা কোনো মামলার আসামী হলেন এবং চাঁদপুর জেলা বারের বেশ ক’জন সিনিয়র আইনজীবীও এই মামলার আসামী হলেন। চাঁদপুর শহরে ৪ আগস্টের ঘটনায় এ নিয়ে তিনটি মামলা হলো।

১৮ অক্টোবর দায়েরকৃত মামলায় অন্য আসামীদের মধ্যে উল্লেখযোগ্য আরো ক’জন হচ্ছেন : জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাবেক পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সাবেক পিপি অ্যাডঃ আমান উল্লাহ, সাবেক জিপি অ্যাডঃ মোঃ আবদুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, অ্যাডঃ হেলাল উদ্দিন, অ্যাডঃ হান্নান কাজী, সাবেক পৌর কাউন্সিলর অ্যাডঃ কবির চৌধুরী, অ্যাডঃ শিব গোপাল মজুমদার, অ্যাডঃ গাজী মোঃ সাইফুল আলম, হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান পেদা, যুবলীগ নেতা জাহাঙ্গীর পাটওয়ারী, রাসেল বকাউল, ছাত্রলীগ নেতা জাওয়াদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়