শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০২ অক্টোবর ২০২১, ০০:০০

আজ চাঁদপুরে আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা, কাল বর্ধিত সভা

কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ থাকছেন

আজ চাঁদপুরে আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা, কাল বর্ধিত সভা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আজ ২ অক্টোবর শনিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল প্রতিনিধি সভা। চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ তৃণমূল প্রতিনিধি সভা। সকাল ১০টায় সভার কার্যক্রম শুরু হবে। তৃণমূল থেকে জেলা পর্যন্ত দেড় সহস্রাধিক নেতা এই সভায় অংশ নেবেন। আগামীকাল রোববার একই স্থানে হবে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির সকলে, আট উপজেলা কমিটির সকল সদস্য, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সকল সদস্য, জেলার ৮৯টি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সকল পৌর মেয়র ও সকল উপজেলা চেয়ারম্যান আজকের তৃণমূল প্রতিনিধি সভায় অংশ নেবেন। দলের একটি সূত্র জানায়, এই প্রথম আওয়ামী লীগে জেলা পর্যায়ের তৃণমূল প্রতিনিধি সভা হচ্ছে। একেবারে ইউনিয়ন পর্যায়ের নেতারা কেন্দ্রীয় নেতাদের সামনে বক্তব্য রাখবেন, তাদের নানা অভাব-অভিযোগের বিষয়ে বলবেন। তাই তৃণমূলের নেতারা উজ্জীবিত।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, সম্মানিত সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ নজিবুল্লাহ হিরু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, মুহম্মদ শফিকুর রহমান এমপি, নূরুল আমিন রুহুল এমপি এবং সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া। সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। পরিচালনা করবেন সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

এদিকে আজকের তৃণমূল প্রতিনিধি সভাকে কেন্দ্র করে চাঁদপুরে আওয়ামী পরিবারে চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন উপজেলাসহ ইউনিট কমিটি প্রস্তুতি সভা করেছে প্রতিনিধি সভাকে সফল করার জন্যে। এতে তৃণমূল পর্যায়ে দল যেমনি চাঙ্গা হচ্ছে, তেমনি দলে ঐক্যের সুরও লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল থেকে জেলা পর্যন্ত বেশ কয়েকজন নেতার সাথে এই তৃণমূল প্রতিনিধি সভা নিয়ে কথা হলে তাঁরা বলেন, এটি অবশ্যই সময়োপযোগী সিদ্ধান্ত। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই তৃণমূল প্রতিনিধি সভা খুবই গুরুত্ব বহন করে। এর দ্বারা আগামী নির্বাচন বিষয়ে তৃণমূলের নেতারা যেমনি একটা ম্যাসেজ পাবেন, তেমনি দলের নেতা-কর্মী, এমপি, মন্ত্রীদের সাথে নানা কারণে কিছুটা দূরত্ব এবং মান-অভিমান চলছে। এই প্রতিনিধি সভা এসব দূর করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

এদিকে দলের তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতার সাথে কথা হলে তারা জানান, আমরা সেদিন কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের অভাব-অভিযোগ ও বঞ্চিত হওয়ার কথা তুলে ধরবো। আর মাঠ পর্যায়ে প্রশাসনের সাথে দলের দূরত্ব কতটুকু পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং এর দ্বারা দল কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব বিষয় আমরা তুলে ধরবো। আবার দলের কোনো কোনো নেতা একাই যে সব সুযোগ সুবিধা ভোগ করছেন, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিতদের যে কোনো সুযোগ সুবিধাই দিচ্ছেন না, এসব বিষয় কেন্দ্রীয় নেতাদের কাছে তুলে ধরবেন তৃণমূলের নেতারা। আর এই বলতে পারাটাতেই অনেকে নিজেদের হাল্কা অনুভব করবেন। সব মিলিয়ে চাঁদপুরে এই তৃণমূল প্রতিনিধি সভা ক্ষমতাসীন দলের স্থানীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়