মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:১৪

রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির থানা প্রতিনিধি সভা

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে
রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির থানা প্রতিনিধি সভা

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির থানা প্রতিনিধি সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। যেখানে লক্ষ্মীপুর জেলার ছয় থানার বিএনপি প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনের কারণে দীর্ঘ ১৬ বছর ধরে জাতীয়তাবাদী দল-বিএনপির নেতা- কর্মীরা জুলুম- নির্যাতন, মামলা- হামলার শিকার হয়েছে। অবশেষে শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপদেষ্টা বাবলু পাটোয়ারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল গফুর ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল মামুন, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশিদ, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী সহ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

সভায় প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপিকে সুসংগঠিত করা এবং রাজনীতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিশিষ্টজনদেরকে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সবশেষে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর বাউল সংগীত পরিবেশন ও নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়