শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ০০:০০

সেবার মাধ্যমেই মানুষের মাঝে বেঁচে থাকা যায়
প্রবীর চক্রবর্তী ॥

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ পৌরসভার সচিব একেএম খোরশেদ আলম। ফরিদগঞ্জ পৌরসভার সচিবদের মধ্যে এই প্রথম কোনো সচিব জেলা পর্যায়ের প্রধানের দায়িত্ব পাওয়ায় তাকে ফরিদগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপ্রধানে বক্তব্য রাখেন সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার সচিব একেএম খোরশেদ আলম, ফরিদগঞ্জ শাখার সভাপতি ইঞ্জিঃ মাহমুদুন্নবী, সম্পাদক মাসুদ আলম, পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ।

সভায় মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, পৌরসভা হলো মানুষকে সেবা প্রদান করার একটি বড় ক্ষেত্র। সেই সংস্থায় কাজ করা কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনের দায়িত্ব নিয়ে কাজ করা আরো বড় চ্যালেঞ্জের। আমি নিজেকে খুব গর্বিত মনে করছি, আমার পৌরসভার সচিব একেএম খোরশেদ আলম বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন। এখন থেকে তিনি শুধু ফরিদগঞ্জ নয়, চাঁদপুর জেলার সকল পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের হিতে কাজ করবেন। আমাদের মনে রাখতে হবে, সেবার মাধ্যমেই মানুষের মাঝে বেঁচে থাকা যায়। আশা করছি, নতুন দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমাদের পৌর সচিব ফরিদগঞ্জ পৌরসভাকেও বহু দূর এগিয়ে নিতে আরো বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সচিব একেএম খোরশেদ আলমকে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন মেয়রসহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়