প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষানবিশ সহায়তার আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ৮৯ জন নারীর মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর পাঠাগারে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (এলআইইউপিসি) আওতায় এ সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, নারীদের ক্ষমতায়নের জন্যে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। নারীরা ঘরে বসে কিছু আয়ের পথ করলে সংসার সুন্দর ও স্বাচ্ছন্দ্যে চলতে পারে। আর এ জন্যেই চাঁদপুর পৌরসভা কাজ করে যাচ্ছে যাতে করে নারীরা স্বাবলম্বী হতে পারে। আজকে ৮৯ জন নারীর মাঝে সনদপত্র ও সেলাই মেশিন তুলে দেয়া হলো। আপনারা এ মেশিন কাজে লাগিয়ে রোজগার করলেই আজকের এ উদ্যোগ কাজে আসবে। তিনি উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যেন পরিবারের, সমাজের ও রাষ্ট্রের বোঝা হয়ে থাকতে না হয় সেজন্যে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। উৎপাদনমুখী কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। কারণ উৎপাদন হচ্ছে উন্নয়নের মূল হাতিয়ার।
চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম সামছুদ্দোহার সভাপতিত্বে ও বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ চন্দনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউএনডিপি (এলআইইউপিসি) টাউন ম্যানেজার মোঃ আব্দুল হান্নান, সোসিও ইকোনিমি এক্সপার্ট খোকন দর্প, প্রতিনিধি মনিরুজ্জামান, কাউছার আহমেদ, আবদুল গফুর, বন্ধনা চাকী, আব্দুর রহমান, টিএলসিসি দরিদ্র জনগোষ্ঠী প্রতিনিধি শিল্পী ঘোষ, প্রশিক্ষক ফাতেমা বেগম, নারী উদ্যোক্তা লাবনী আক্তার, ক্লাস্টারের পক্ষে নাজমা আক্তার, উপকারভোগীদের পক্ষে জয়নব বেগম, কনিকা শীল, শামছুন্নাহার বিউটি, আসমা আফরিন শিল্পী প্রমুখ।