প্রকাশ : ০১ জুলাই ২০২১, ০০:০০
সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
চাঁদপুরে মাঠে থাকবে সেনাবাহিনী ॥ সক্রিয় থাকবে মোবাইল কোর্ট
করোনার সংক্রমণরোধে আজ থেকে সারাদেশে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এই বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী হার্ডলাইনে থাকবে। করোনায় ‘অতি উচ্চ ঝুঁকিপূর্ণ’ জেলাগুলোতে সেনাবাহিনী মাঠে থাকবে। চাঁদপুর জেলাও এর মধ্যে রয়েছে। আজ থেকে চাঁদপুর জেলার সর্বত্র মাঠে থাকবে সেনাবাহিনী। একইসাথে মোবাইল কোর্টও মাঠে সক্রিয় থাকবে।
|আরো খবর
গতকাল রাতে কথা হয় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদের সাথে। জেলা প্রশাসক বলেন, সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে, তা বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী মাঠে থাকবে। প্রয়োজনে বিজিবিও ডাকা হবে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় থাকবে। কোথাও বিধিনিষেধ অমান্য করলেই সেখানে মোবাইল কোর্ট আইন প্রয়োগ করবে।
পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার) বলেন, সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে, তা শতভাগ বাস্তবায়ন করতে চাঁদপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। কোথাও ব্যত্যয় ঘটলেই প্রশাসনের সহযোগী হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। আর অনুকম্পা নয়, এবার হার্ডলাইনে। আর এটা জনগণের স্বার্থেই। জেলা প্রশাসক ও পুলিশ সুপার চাঁদপুরের আপামর জনসাধারণের প্রতি সহযোগিতা কামনা করেছেন।